সুখ দুঃখ
ঐ ন্দ্রি লা বো স
সোদপুর, কলকাতা
চিরকাল দুঃখ রবে না ঘুমায়ে
জনম দুঃখিনীর ঘরে,
সুখ একদিন আসবেই ফিরে
হাসবে নিমেষের তরে!
ব্যর্থতা সকলি পাইবে মুক্তি
হৃদয় উঠিবে ফুলে,
সুখেরই আনন্দে দাঁত সমস্ত
পড়বে মাটিতে খুলে!
সেই দিন দেখিবে ওই জগৎ
দেখিবে সকল লোকে,
এ সময় বড়ই নির্দয়
সুখিও কাঁদিবে শোকে!

