সময় কে জানো

Katipoy - কতিপয়
0


সময় কে জানো

কু শ ল রা য়

অমরপুর, ত্রিপুরা


আজকাল ছেলে-মেয়েরা প্রায় সর্বত্র মোবাইলে বদ্ধ

তবে তারা টিভিতে গোয়েন্দা, পুরাণ কথা, গোপাল ভাঁড়

তেমন ভাবে কোনো খেলাধুলা, কার্টুনও দেখে না৷

অন্যদিকে আমরা ছোটবেলায় টিভিতে ছিলাম আটক৷

আবার তারও পূর্বে ছোট্ট শিশুরা থাকতো

সকাল, দুপুর, বিকেল খেলার মাঠে খেলা করতে ব্যস্ত৷

কিন্তু ভবিষ্যতে যে কি হবে তা এখুনি ভাবা দায়!

তাই সময়ের পরিবর্তনে সবকিছু বদলায়

প্রতিটা জিনিসই ভালোমন্দ নিয়ে কেটে যায়৷

এই বিশ্ব জগতে সময় কে বাধার কেউ নেই

এটি নিজের মতো করে চলতে থাকে সেই,

যেমন মাঠের ভেতরে খেলাধুলা করলে

শরীর গঠন হয় এবং মন ভালো থাকে৷

তেমনি টিভিতে গোয়েন্দা কাহিনী থেকেও

অনেক কিছু দক্ষ পদক্ষেপ সমন্ধে জানা যায়৷

যেখান থেকে জীবনের বহু সমস্যার সমাধান করা সম্ভব

আবার মোবাইল থেকে নিজের ভেতরে থাকা সত্তার,

কিভাবে বিকাশ ঘটানো সম্ভব তার সন্ধান পাওয়া যায়৷

তাই জীবনে সময় কথা না মানলে, সময়কেই সময় দাও

এই বিশ্বের সব নশ্বর, সময়ও একদিন ঠিক বদলাবে৷

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top