একা

Katipoy - কতিপয়
0


একা

বি শ্বে শ্ব র ম হা পা ত্র

তোটানালা, পূর্ব মেদিনীপুর


একবার আয়নায় দেখ তুমি নিজেকে

কোন শার্দুল কায়া লুকিয়ে ওই চেহারায়,

শাণিত নখরে প্রকান্ড দন্তে বিকট সাঁজোয়া

সারা জীবন কাটিয়ে চলে আদিম হিংস্রতায়!

এমনি করে নিজেকে ভালোবাসতে চেয়েছো কি

সেই চেহারার জন‍্য কাঙ্খিত ঘৃণাটুকু বুকে নিয়ে,

মানুষের জনারণ‍্যে আজ তাই তুমি শুধুই একা

রক্তপিশাচ মুখে বেঁচে আছো কি মুখোশ দিয়ে!

মানবের শোণিতে যে প্রাণ পেয়েছো বপু জুড়ে

তার কেন করো অপমান তোমার লালসায়,

মুখোশে মানুষে যায় কি সাধন সাধা বিশ্বাসে?

সে যে তেল আর জলের মতই পৃথক হয়ে যায়!

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top